শ্বাস নিতে অনুমতি
- রহমতুল্লাহ লিখন ০৫-০৫-২০২৪

টুটি চিপে ফুরফুরে শ্বাস নিতে বলো
ঝাঁঝরা বুকে জাগাতে বল দেশপ্রেম,
পঁচা বাসি খাবারে নিতে বল সুঘ্রাণ
হকের ভাগ কেড়ে বলো,
হও সব আপন বলে মহীয়ান।

স্বভাবে রক্ত নিয়ে চাও খেলতে,
শেষ কালে বলো সুপথে চলতে।
অভিনয়ে কাছে টেনে করো খুন।
বিনাশে লাগে তোমার ভালো,
যদি হয় সৃষ্টি, তড়িৎ তামাশা করে চলো।


আয়নাতে নিজেরে দেখি লাজে,
ঘুরে ফিরে শুধু মনে বাজে
নবারুণ তাঁর জবানিতে কয়,
"স্বদেশ, স্বদেশ করছ কাকে—এদেশ তোমার নয়"।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৮-০৫-২০২০ ০৪:৩৭ মিঃ

বেশ মন ছুঁয়ে গেল ,শুভ কামনা।